তাবু বাসের সঠিক নিয়ম ও যত্ন
আপনার আউটডোর গিয়ারগুলি সঠিক নিয়ম মেনে ব্যাবহার করলে ও এর সঠিক পরিচর্যা করলে তা আপনাকে অনেকদিন ভালো ভাবে সার্ভিস দিবে ও টিকে থাকবে। অনেকেই আমরা না যেনে গিয়ার নষ্ট করে ফেলি খুব তাড়াতাড়ি। আসুন দেখি তাবুর জন্য কি কি নিয়ম মেনে চললে তা তাবুর জন্য ভালো ও বেশিদিন টিকে থাকবে। তাবু বাসের সঠিক নিয়ম ও যত্ন লেখাটি পড়লে আশা করা যায় আপনার ক্যাম্পিং আনন্দের হবে আর আপনার তাবুটিও অনেকদিন ভাল সার্ভিস দিবে।
প্রথমে আমরা দেখবো কিভাবে তাবু পাততে (পিচ করা)হবে। ধরে নেই আমরা ট্রেকিং ও ব্যাকপ্যাকিং ট্রিপে সবচেয়ে বেশি ব্যাবহৃত ডোম শেপ পোর্টেবল তাবু ব্যাবহার করছি।
ক্যাম্প সাইট সিলেকশন ও প্রিপারেশন:
ক্যাম্প সাইট বা যেখানে আমরা তাবু পাতবো এবং রাতে (বা একাধিক দিন/রাত) থাকবো সেই জায়গা টা সঠিক ভাবে খুঁজে বের করা খুবই জরুরি। ক্যাম্প সাইটের জন্য নীচের ব্যাপার গুলি খেয়াল রাখতে হবে:
- জায়গাটা যেনো সমতল হয় ও উচু নিচু পাথর বা গাছের শেকড় না থাকে। প্রয়োজনে পরেস্কার করে নিন, শেকড় বা নুড়িপাথার সরিয়ে দিন। ধারালো কোন কিছু থাকলে তা তাবুর ফ্লোরের ক্ষতি করতে পারে। আর সমান না হলে ঘুমাতে কষ্ট হবে।
- বর্ষার সময় ঢালু যায়গায় যেদিক দিয়ে পানি নামে এমন কোথাও তাবু ফেলা যাবে না। বৃষ্টি হলে নাহলে সব পানি গড়িয়ে তাবুর ভেতরে চলে আসবে।
- বর্ষায় কখনই শুকনা ঝিরি বা ঝিরির পানির একদম পাশে ক্যাম্প করা যাবে না, যেকোন সময় ফ্ল্যাশ ফ্লাডে তাবু ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে।
- খাওয়া দাওয়া রান্না এইসব তাবু থেকে কিছুটা দুরে করতে হবে, নাহলে পরে গন্ধে পোকামাকড় ও পশু পাখি কাছে আসার সম্ভাবনা থাকে।
- আগুন ও ক্যাম্প ফায়ার তাবু থেকে যথেষ্ট দুরে করতে হবে, আগুন থেকে বাতাসের দিকে তাবু থাকলে অনেকসময় আগুনের ফুলকি উড়ে যেয়েও তাবুতে আগুন ধরে দুর্ঘটনা ঘটতে পারে।
তাবু প্রস্তুত করা:
- শুরুতে আপনার তাবুর সাথে দেয়া ম্যানুয়াল দেখে নিন।
- প্রথমেই যেখানে তাবু পাতবো সেখানে তাবুটা খুলে ফ্লোরের চারকোনার পেগ বা স্টেক মাটিতে ৪৫ ডিগ্রো কোন করে ভালোভাবে গেথে নিব।

- তাবুর পোলগুলি ভালোভাবে দেখবো সব ঠিক আছে কিনা। এইবার পোলগুলি সমান ভাবে খুলে শক কর্ডের মাধ্যমে পুরাটা সেট করবো।
- যদি পোল ঢুকানোর সিস্টেম স্লিভ টাইপ হয় তাহলে একদিক থেকে ধিরে ধিরে ঠেলে পোল গুলি সঠিক যায়গায় নিয়ে নিব। যদি ক্লিপ সিস্টেম হয় তাহলে ক্লিপ কখনই আগে লাগাবো না। কখনই পোল টানা যাবে না, সবসময় ঠেলা (পুষ) দিতে হবে, টানলে শক কর্ড থেকে পোল বের হয়ে আসবে ও ছিড়ে যেতে পারে।
- এইবার দুইজন মিলে পোলের দুইদিক ধরে ধিরে ধিরে চাপ দিয়ে মাঝখানটাকে উচু করে পোলের মাথা গুলি পোল লাগানোর গুটাতে বা ক্লিপে লাগিয়ে ফেলবো, একই ভাবে বাকি দিকগুলৌ লাগিয়ে ফেলবো। সাহাজ্য করার কাউকে না পেলে একদিকে পোল মাউন্টে/ক্লিপে লাগিয়ে নিয়ে আরেকদিক থেকে একাই চাপ দিয়ে তাবু টাঙানো যাবে।
- পোল লাগানো শেষ হলে এইবার ফিতা ও ক্লিপগুলি লাগিয়ে ফেলতে হবে।

- রেইনফ্লাই লাগাতে হবে ফিতার মাধ্যমে। যদি ঝড়ো বাতাস থাকে বা আসার সম্ভাবনা থাকে তাহলে গাই রোপ গুলি ঠিক ভাবে টানা দিয়ে লাগাতে হবে। সবগুলি পেগ সঠিক ভাবে সঠিক যায়গায় টানটান করে লাগাতে হবে।
- তাবু লাগানো হয়ে গেলে একটা ছোট কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভেতরের ফ্লোর থেকে বালু, ধুলা পরিস্কার করে নিতে হবে।
- দিনের বেলা যদি তাবু পাতাই থাকে তাহলে খেয়াল রাখতে হবে তাবুযেনো কিছুটা ছায়ায় থাকে, সারাদিন রোদ ও রোদের আলট্রাভায়োলেট রশ্মি তাবুর কাপড় ও পোলের ক্ষতি করে। ঝড়ের সময় বড় গাছের নিচে তাবু পাতা যাবে না, গাছের ডাল ভেংগে পড়তে পারে।
- তাবু পাতার আগে মাটিতে ফুটপ্রিন্ট বা একটা কাপড় বা পলিথিন পেড়ে নিলে তাবুর ফ্লোর কম ময়লা হবে ও সহজেই খোলার সময় পরিস্কার করা যাবে।
ফজলে রাব্বি,
৭ ডিসেম্বর ২০১৪
নতুন তাবু খুঁজতে নীচে দেখুন কিছু তাবুর মডেলঃ
FREE SHIPPING
তাবু সারা বছর আমি আলমারিতে রেখে দেই।কাপড়ের মত ভাজ করে রেখে দেই৷ মাঝে সাঝে কি বের করার প্রয়োজন আছে তাবু? রোদ দেওয়া বা এমন কোন কিছু?